মিরসরাইয়ের আকাশে বাহারি সব ঘুড়ি
গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে এই ঐতিহ্য অনেকটা হারিয়ে গেছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফেরাতে মিরসরাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।
-
২ মে বিকেলে মিরসরাই ক্যাফের উদ্যোগে ক্যাফে সংলগ্ন ফসলি মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন এলাকার শতাধিক মানুষ।
-
অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা ধরনের চমকপ্রদ ঘুড়ি প্রদর্শনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
-
উৎসব দেখতে ঢল নামে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের।
-
ঘুড়ি হাতে বসে আছে কোমলমতি শিশুরা।
-
প্রদর্শিত ঘুড়ির মধ্যে ছিল, বাক্স ঘুড়ি, হন ঘুড়ি, তেলেঙ্গা, দুয়ারিয়া ঘুড়ি, পঙ্খিরাজ ঘুড়ি, তারা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, ঈগল ঘুড়িসহ নানা ধরনের বাহারি আকৃতির ঘুড়ি।
-
প্রতিযোগিতা শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
-
সর্বোচ্চ উচ্চতা ক্যাটাগরিতে বিজয়ী হন মোহাম্মদ হাসান হন ঘুড়ি নিয়ে, সৌন্দর্য বর্ধন ক্যাটাগরিতে বিজয় হোন মোহাম্মদ শেখ জাহেদ চার বক্স ঘুড়ি নিয়ে।