দেখা নেই ইলিশের, তবু জেলে ভাসে আশায়
দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ দিনেও সরবরাহ বাড়েনি ইলিশের। পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। যার কারণে মাছঘাটে সরবরাহ কম, দাম বেশি। ছবি: শরীফুল ইসলাম
-
দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে তলানিতে নেমেছে ইলিশের সরবরাহ।
-
এখন মাছঘাটে ইলিশের বদলে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ও আইড় মাছসহ বিভিন্ন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।
-
এখন মাছঘাটে ইলিশের বদলে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ও আইড় মাছসহ বিভিন্ন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।
-
পহেলা মে থেকে বড়স্টেশন মাছঘাটে সব ধরণের মাছ বিক্রি শুরু হলেও দাম বেশি থাকায় ইলিশ কেনায় অনাগ্রহ ক্রেতাদের। ফলে বিক্রি বেড়েছে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ইত্যাদি মাছের।
-
বর্তমানে আড়তের সামনে ইলিশের স্তূপ না থাকলেও বড় বড় সাইজের পাঙাশ, রুই-কাতলা রয়েছে। এতেই সরগরম চাঁদপুর মাছঘাট।