আজকের আলোচিত ছবি: ০৩ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় তেজগাঁওয়ে বিএফডিসিতে মহান মে দিবস-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
ঢাকায় গুলশানে বেঙ্গল ব্লুবেরি হোটেলে ‘পিএফএএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ছবি: পিআইডি
-
ঢাকায় মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে ঢাকায় মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে খেলোয়াড়রা ফটোসেশনে অংশ নেন। । ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগ নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে। ছবি: জাগো নিউজ
-
অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা যদি মজুত বাড়াতে পারি, তাহলে চালের দাম যেমন কমবে, তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে। তবে চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। ছবি: জাগো নিউজ
-
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া ও সদস্যসচিব আলম মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি: মোবাশ্বির শ্রাবণ