খুলনার দারুল উলুম মসজিদ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৫ মে ২০২৫
আপডেট: ০২:৫২ পিএম, ০৫ মে ২০২৫
দারুল উলুম মসজিদ খুলনা শহরের সবচেয়ে বড় মিনারবিশিষ্ট। মসজিদটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদের মিনারটির উচ্চতা ২২৬ ফুট। ছবি: বিলকিস নাহার মিতু
-
এই মসজিদ দেখে যে কারও চোখ জুড়িয়ে যায়। কারুকার্য খচিত চমৎকার সৌন্দর্যমণ্ডিত সাদা রঙের এই মসজিদের আরেক নাম ‘তালাবওয়ালা জামে মসজিদ’।
-
মসজিদের ভেতরে ঢুকতেই চোখে পড়বে বড় বড় ক্যাকটাস গাছ।
-
এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মসজিদের চারপাশ ঘিরে অনেকগুলো মিনার রয়েছে তবে সর্ববৃহৎ মিনারটি আব্দুল জব্বার মিনার নামে পরিচিত।
-
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন দৃষ্টিনন্দন এই মসজিদের সৌন্দর্য অবলোকন করতে।