ফিরছেন খালেদা, ফিরোজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
চিকিৎসা শেষে অবশেষে দেশের মাটিতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিন ছিলেন দেশের বাইরে। এবার ফেরার পালা। তাকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে উঠছে তার বহু স্মৃতির ঠিকানা গুলশানের ফিরোজা। ছবি: মাহবুব আলম
-
একসময়ের রাজনৈতিক ব্যস্ততা, পারিবারিক ঘনিষ্ঠতা আর নানা ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী এই বাড়িটি যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে প্রিয় মানুষটির প্রত্যাবর্তনে।
-
বেগম জিয়ার ফেরার খবরে ফিরোজায় চলছে জোর প্রস্তুতি। বাড়ির ভেতর-বাহির ধুয়েমুছে ঝকঝকে করে তোলা হচ্ছে।
-
বিছানা, জানালা, পর্দা, সোফা সব কিছুতেই লেগেছে পরিচ্ছন্নতার ছোঁয়া। ঘরের প্রতিটি কোণে যেন ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন করে স্বস্তি আর আন্তরিকতার বার্তা।
-
প্রিয় নেত্রীর রুটিন, খাবার, বিশ্রামের জায়গা, ওষুধপত্র সবকিছু যেন ঠিকঠাক থাকে, তা নিশ্চিত করতেই তাদের এই নিরলস পরিশ্রম।
-
এমনকি ফিরোজাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও।