আজকের আলোচিত ছবি: ০৫ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। ছবি: পিআইডি
-
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫-এর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
সৌদি আরবের রিয়াদে ‘সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ সম্মেলনের সাইড লাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইন। ছবি: পিআইডি
-
স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান আজ প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর শেষে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
মালয়েশিয়ার শ্রমবারজারকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে নতুন করে শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। ছবি: জাগো নিউজ
-
মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছবি: জাগো নিউজ