খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নেতাকর্মীরা
দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
-
রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সড়কের একপাশে দাঁড়িয়ে রয়েছেন।
-
বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
-
রাজধানীর ক্ষিলখেত এলাকায় অবস্থান করছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে আগত ও ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
-
খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ‘খালেদা, জিয়া, ‘তারেক, রহমান, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।