আজকের আলোচিত ছবি: ০৬ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন বিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: পিআইডি
-
ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সভাকক্ষে অভিবাসন বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ছবি: পিআইডি
-
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকচাপায় চম্পা বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যুর হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি: মো. আমিনুল ইসলাম
-
ভোলায় বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। সকাল ১০টা থেকে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বাস শ্রমিকরা। ছবি: জুয়েল সাহা বিকাশ