সুফি মিজানের পাশে ইউআইটিএসের শিক্ষার্থীরা
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৭ মে ২০২৫
আপডেট: ০১:৪০ পিএম, ০৭ মে ২০২৫
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজারে বিক্ষোভ করছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীরা। ছবি: হাসান আদিব
-
দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা অভিমুখী প্রগতি সরণিতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
-
শিক্ষার্থীরা রাস্তার এক পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন।
-
তারা সুফি মুহাম্মদ মিজানুর রহমানের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।