সৌন্দর্য ছড়াচ্ছে জামালপুরের মসজিদে নূর
মসজিদে নূর জামালপুর জেলার সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর মসজিদ। শতবর্ষের পুরোনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্যের কথা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ছবি: মোহাম্মদ সোহেল রানা
-
দৃষ্টিনন্দন মসজিদটি একনজর দেখতে এবং নামাজ আদায় করতে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ছুটে আসেন।
-
জেলার বকশীগঞ্জ উপজেলায় নির্মিত মসজিদটি এর মধ্যে দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে।
-
অসাধারণ নির্মাণশৈলীর নান্দনিক মসজিদটি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে। হজে যাওয়ার পর অনুপ্রাণিত হয়ে মসজিদটি তৈরি করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী।
-
মসজিদের কাঠামো মার্বেল পাথর দিয়ে তৈরি। যা বিদেশ থেকে আনা হয়েছে। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। তিন দরজাবিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। চারপাশে পিলারের ওপর নির্মিত সাতটি গম্বুজ ও চারটি বড় মিনার।
-
বকশীগঞ্জ শহরে প্রবেশ করতেই দেখা মিলবে দৃষ্টিনন্দন মসজিদটি। পৌরসভার দড়িপাড়ায় অবস্থিত মসজিদে একসঙ্গে ২ হাজার ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
-
মসজিদের মূল অংশের পবিত্রতা রক্ষার জন্য চারপাশে আছে দেওয়াল। সামনেই বিশাল মাঠ। আঙিনাজুড়ে সারিবদ্ধ ঝাউগাছ, ফুল ও ফলের গাছ। অজুখানাটি দেখতে দৃষ্টিনন্দন। আছে পার্কিং ব্যবস্থাও।
-
চারপাশে আছে ফসলি জমি। ধানের মৌসুমে সবুজ মাঠ সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। যা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়।