আজকের আলোচিত ছবি: ১২ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
সিভিল সার্জন সম্মেলন ২০২৫-এর উদ্বোধন শেষে সিভিল সার্জনদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানামাগার। ছবি: পিআইডি
-
ঢাকায় কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের সিপিসি কাউন্সিলের চেয়ারম্যান এবং চাইনিজ একাডেমি অব সাইন্সেসের ফেলো অধ্যাপক তান তিয়েনিউ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: জাগো নিউজ