আজকের আলোচিত ছবি: ১৪ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালে সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম সার্কিট হাউজের সভাকক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম সার্কিট হাউজের সভাকক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের নিকট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম সার্কিট হাউজে দর্শণার্থী বইয়ে সই করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম সার্কিট হাউজে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম সার্কিট হাউজে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। ছবি: পিআইডি
-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। ছবি: পিআইডি
-
উচ্চ মাধ্যমিক শ্রেণি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম