ইশরাকের পাশে নগরবাসী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নগর ভবনের সামনে। ১৫ মে সকাল ৯টা থেকেই ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ছবি: মুসা আহমেদ
-
বিক্ষোভের প্রভাবে গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজারের পথে যান চলাচল একরকম বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পথচারীদের অনেককেই গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দিতে দেখা গেছে।
-
বিক্ষোভকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ করানো হয়নি। তাকে দ্রুত মেয়রের দায়িত্বে বসানো না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তারা।
-
বিক্ষোভকারীদের দাবি, ২০২০ সালের নির্বাচনে তারা ভোট দিয়ে ইশরাককেই জয়ী করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে তাকে পরাজিত দেখানো হয়েছিল। এখন আদালতের রায়ে তিনি জয়ী হলেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করেন, এটি জনগণের রায়ের প্রতি অবজ্ঞা।
-
প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক পুরান ঢাকার মানুষের কাছে পিতার মতোই জনপ্রিয় বলেও দাবি তার সমর্থকদের।