জেলা প্রশাসকের গাছেই বসেছে সাদা বকের সংসার

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৫ মে ২০২৫ আপডেট: ০৩:১৫ পিএম, ১৫ মে ২০২৫

শহরের কংক্রিটে ঢাকা ব্যস্ততা, পিচঢালা রাস্তা আর যানজটে গড়ে ওঠা নগরের এক কোণায় হঠাৎ চোখে পড়ে সাদা পাখির ছায়া। প্রথমে মনে হয়, ভুল দেখছি। পাখি তো এখন আর শহরে দেখা যায় না। কিন্তু চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে দাঁড়ালে এই ভুল ভেঙে যাবে। কারণ সেখানে দিনের আলোতেই নেমে আসে প্রকৃতির অপার সৌন্দর্য, নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সারি সারি সাদা বক, তাদের পাশে ঘুরে বেড়ায় পানকৌড়ি। ছবি: শরীফুল ইসলাম