জেলা প্রশাসকের গাছেই বসেছে সাদা বকের সংসার
শহরের কংক্রিটে ঢাকা ব্যস্ততা, পিচঢালা রাস্তা আর যানজটে গড়ে ওঠা নগরের এক কোণায় হঠাৎ চোখে পড়ে সাদা পাখির ছায়া। প্রথমে মনে হয়, ভুল দেখছি। পাখি তো এখন আর শহরে দেখা যায় না। কিন্তু চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে দাঁড়ালে এই ভুল ভেঙে যাবে। কারণ সেখানে দিনের আলোতেই নেমে আসে প্রকৃতির অপার সৌন্দর্য, নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সারি সারি সাদা বক, তাদের পাশে ঘুরে বেড়ায় পানকৌড়ি। ছবি: শরীফুল ইসলাম
-
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই স্থানে দেখা মেলে এই দৃশ্যের। আশপাশের সবুজ গাছপালায়, কখনো পানির ধারে কিংবা কার্নিশে বসে থাকে তারা। পাখিগুলোর এই আগমন যেন ব্যস্ত শহরের বুকে একফালি স্বস্তি।
-
একসময় সাদা বক ছিল গ্রামবাংলার জলাশয় ও ধানখেতের পরিচিত দৃশ্য। তারা শুধু একটি পাখি নয়, বরং আমাদের শিশুকবিতার চরিত্র, হাইস্কুলের রচনায় বারবার ফিরে আসা এক স্মৃতি। কিন্তু নগরায়ণের যান্ত্রিক দৌড়ে, জলাশয়ের ভরাট আর গাছপালা কেটে ফেলার প্রবণতায় সাদা বক আজ বিলুপ্তির পথে।
-
বিশেষ করে শহরাঞ্চলে বকের দেখা এখন একরকম অলীক। কোথাও কোথাও তারা একেবারেই হারিয়ে গেছে। কিন্তু চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে, প্রশাসনের এমন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের এই বসবাস নিঃসন্দেহে ব্যতিক্রম।
-
চাঁদপুর প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে দেখা যায় গাছে গাছে বকের বসবাস। কেউ রোদ্দুরে পাখা মেলে বসে আছে, কেউ পানির পাশে দাঁড়িয়ে শিকারের অপেক্ষায়।