উদ্যান থেকে উৎখাত, স্মৃতির মাঠে ছড়িয়ে আছে শূন্যতা
এক সময় যেখানে সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় জমতো পরিবার, প্রেমিক যুগল, পথশিশু, কবিতা আবৃতিকার আর সন্ধ্যার বায়ুর মুগ্ধ পথচারীর, সেই মাঠ আজ নীরব। ছবি: মাহবুব আলম
-
দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে টিএসসি সংলগ্ন প্রধান ফটক। চারপাশে শুধু নির্মাণকাজের ধুলো, প্রশাসনিক সিলমোহরের গন্ধ আর একরাশ শূন্যতা।
-
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন এক শিক্ষার্থী। রাজধানীর প্রাণকেন্দ্রে এমন বীভৎস ঘটনা শুধু আতঙ্কই ছড়ায়নি, কাঁপিয়ে দিয়েছে নাগরিক চেতনাও। এরপরই বদলে যেতে শুরু করে উদ্যানের চিত্র।
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয় উচ্ছেদ অভিযান।
-
সরিয়ে দেওয়া হয় দীর্ঘদিন ধরে উদ্যানে বসবাস করা উদ্বাস্তু ও পথচারীদের অস্থায়ী ঘরবাড়ি, ভেঙে ফেলা হয় অবৈধ দোকানপাট।
-
গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শুরু করে উচ্ছেদ অভিযান। উদ্যানের ভেতর থাকা উদ্বাস্তুদের ঘর, অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়।
-
বন্ধ করে দেওয়া হয় টিএসসি সংলগ্ন মূল প্রবেশদ্বারটি, নির্মাণ করা হয় উঁচু দেয়াল। যেন শহরের একমাত্র উন্মুক্ত মুক্তিমঞ্চকে ধীরে ধীরে গিলে নিচ্ছে প্রশাসনিক অবরোধ।
-
গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে উদ্যানে লাগানো হচ্ছে দৃষ্টিনন্দন লাইট। আজকের সোহরাওয়ার্দী উদ্যান আর কোলাহলের জায়গা নয়।
-
সোহরাওয়ার্দী উদ্যানের বাতাসে এখন শুধুই শূন্যতা, আর দেয়ালের গায়ে লেগে থাকা অস্পষ্ট চিহ্ন; যেগুলো একসময় ছিল মানুষের চলাফেরার ও ভালোবাসার প্রমাণ।
-
এখনকার সোহরাওয়ার্দী যেন স্মৃতির ওপর দাঁড়ানো এক শূন্য প্যান্ডেল, যার নিচে কেউ আর কথা বলে না, গান গায় না, চিৎকার করে না।
-
এখনকার সোহরাওয়ার্দী যেন স্মৃতির ওপর দাঁড়ানো এক শূন্য প্যান্ডেল, যার নিচে কেউ আর কথা বলে না, গান গায় না, চিৎকার করে না।