আজকের আলোচিত ছবি: ১৯ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। ছবি: পিআইডি
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে আলজেরিয়ার অ্যাম্বাসেডর ড. আব্দুলৌহাব সাইদানি। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে রাজশাহী সার্কিট হাউজে পরিবেশ রক্ষা বিষয়ে মতবিনিময় করেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা। ছবি: পিআইডি
-
রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা পরিষদের নবম সভায় সভাপতিত্ব করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
ঢাকায় জেকেকেএফের কার্যালয়ে অস্বচ্ছল, আহত, অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তার চেক প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের (জেকেকেএফ) ভাইস-চেয়ারম্যান। ছবি: পিআইডি
-
ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৮ মাইল এলাকায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ছবি: তানভীর হাসান তানু