ড্যাপ বাতিল চান জমি মালিকরা
জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে ড্যাপ (২০২২-৩৫) বাতিল চাইছেন ঢাকার জমি মালিকরা। তারা বলেন, যে ড্যাপ কৃষি জমি ধ্বংস করে, জলাধার ধ্বংস করে পরিবেশের বিপর্যয় ডেকে আনে সেই ড্যাপ বাতিল চাই। আমাদের দাবি আদায় না হলে রাজপথ ছেড়ে যাব না। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
সকাল সোয়া ৯টা থেকে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে এসব দাবি জানান তারা।
-
এ সময় তাদের পক্ষে সহমত জানাতে ভূমি মালিক, প্রকৌশলী, আবাসন খাত সংশ্লিষ্টসহ কয়েক হাজার ব্যক্তি সেখানে অবস্থান নেন।
-
ড্যাপ বাস্তবায়ন ঘিরে নগরীতে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ড্যাপ গুরুত্বপূর্ণ হলেও এতে জনগণের অংশগ্রহণ ও বাস্তবতা অনুপস্থিত। ফলে তা নিয়ে বিরোধ বাড়ছে।
-
ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার যৌক্তিক সংস্কার করতে হবে, ভূমি মালিকদের সঙ্গে পরামর্শ করে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে।
-
অবস্থান কর্মসূচির ফলে মতিঝিল এলাকায় সকাল থেকেই যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।