জীবন থেমে আছে রাস্তায়, আন্দোলনের কাছে অসহায় নগরী
সকালের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। কিন্তু সে ছন্দে ভাঙন ধরেছে। একের পর এক আন্দোলন, সড়ক অবরোধ আর থমকে যাওয়া যানবাহনের দীর্ঘ সারি, সব মিলিয়ে যেন থমথমে এক নগরচিত্র। অফিসগামী মানুষ হেঁটে হাঁপিয়ে উঠেছে, বাসে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে যাত্রীরা, ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। আন্দোলনের ডাকে সাড়া দিতে গিয়ে অগণিত মানুষ পড়ে গেছে সীমাহীন ভোগান্তিতে। ঢাকার বুকজুড়ে ছড়িয়ে থাকা ক্ষোভ আর ক্লান্তি যেন বলে দিচ্ছে নগর নয়, আজ অসহায় হয়ে পড়েছে গোটা জীবনযাত্রা। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করে আন্দোলন করছেন তার সমর্থকরা।
-
বেলা ১১টায় মৎস্য ভবন মোড় অবরোধ করেন ইশরাকের সমর্থকরা। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশপাশে জড়ো হতে থাকেন তারা।
-
এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য সড়কেও। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সাধারণ মানুষ।
-
মৎস্য ভবন মোড় অবরোধের কারণে রাজধানীর পল্টন থেকে শুরু করে শাহবাগমুখী এবং শাহবাগ থেকে পল্টন-গুলিস্তানমুখী সড়কে যান চলাচল বন্ধ। ফলে গণপরিবহনের চালকরা গাড়ি বন্ধ করে বসে আছেন।
-
মৎস্য ভবন মোড় অবরোধের কারণে রাজধানীর পল্টন থেকে শুরু করে শাহবাগমুখী এবং শাহবাগ থেকে পল্টন-গুলিস্তানমুখী সড়কে যান চলাচল বন্ধ। ফলে গণপরিবহনের চালকরা গাড়ি বন্ধ করে বসে আছেন।
-
অধিকাংশ বাস থেকে যাত্রীরা নেমে হেঁটে গন্তব্যে ছুটছেন। অনেক চালককে যাত্রী নামিয়ে গাড়ি ঘুরিয়ে চলে যেতেও দেখা যায়।