জীবন থেমে আছে রাস্তায়, আন্দোলনের কাছে অসহায় নগরী

প্রকাশিত: ০২:১২ পিএম, ২১ মে ২০২৫ আপডেট: ০২:১২ পিএম, ২১ মে ২০২৫

সকালের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। কিন্তু সে ছন্দে ভাঙন ধরেছে। একের পর এক আন্দোলন, সড়ক অবরোধ আর থমকে যাওয়া যানবাহনের দীর্ঘ সারি, সব মিলিয়ে যেন থমথমে এক নগরচিত্র। অফিসগামী মানুষ হেঁটে হাঁপিয়ে উঠেছে, বাসে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে যাত্রীরা, ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। আন্দোলনের ডাকে সাড়া দিতে গিয়ে অগণিত মানুষ পড়ে গেছে সীমাহীন ভোগান্তিতে। ঢাকার বুকজুড়ে ছড়িয়ে থাকা ক্ষোভ আর ক্লান্তি যেন বলে দিচ্ছে নগর নয়, আজ অসহায় হয়ে পড়েছে গোটা জীবনযাত্রা। ছবি: বিপ্লব দীক্ষিৎ