আকাশের কান্নায় ডুবলো শহর, দুর্ভোগে নগরবাসী
সকাল থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী। শুরুর দিকে স্বস্তি দিলেও বেলা বাড়তেই সেই স্বস্তি পরিণত হয় দুর্ভোগে। অল্প সময়ের টানা বর্ষণে শহরের বহু জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ব্যাহত হয় যান চলাচল, আর নাকাল হন কর্মব্যস্ত নগরবাসী। ছবি: রায়হান আহমেদ
-
সকালে অফিসগামীদের অনেকেই ঘর থেকে বের হন ছাতা হাতে। তবে বর্ষার প্রকোপ ছিল এতটাই যে, ছাতা দিয়েও পুরোপুরি বাঁচা যায়নি।
-
বৃষ্টির সঙ্গে কখনো কখনো ঝোড়ো হাওয়া থাকায় অনেকের কাপড়চোপড় ভিজে যায়। বিশেষ করে যারা গণপরিবহনের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
-
ট্রাফিক জ্যামের সঙ্গে সঙ্গে জমে থাকা পানিতে বাস-রিকশার গতি ছিল অত্যন্ত ধীর। ফলে অফিস, আদালত, হাসপাতাল কিংবা স্কুল-কলেজগামী মানুষের সময়মতো পৌঁছানো ছিল যুদ্ধের সমান।
-
বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা গেছে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে।
-
বৃষ্টি হলেই ঢাকায় জলাবদ্ধতার দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই নগরবাসীকে মুখোমুখি হতে হয় একই দুর্ভোগের।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করেছেন তাদের জলাবদ্ধ রাস্তায় আটকে পড়ার অভিজ্ঞতা।
-
নগর কর্তৃপক্ষ প্রতি বছর জলাবদ্ধতা রোধে নানা পরিকল্পনার কথা বললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয় না-সাধারণ মানুষের এমন অভিযোগ নতুন কিছু নয়।