দৌড়ের উল্লাসে মাতলো শহর

প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৪ মে ২০২৫ আপডেট: ০৯:০৬ এএম, ২৪ মে ২০২৫

শহরের রাজপথ জুড়ে ছিল প্রাণের স্পন্দন, পায়ের ছন্দ আর দৌড়ের উত্তেজনা। আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথনে অংশ নিয়েছেন নানা বয়সের হাজারো দৌড়বিদ। ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই রঙিন টি-শার্টে সেজে উঠেছিল পুরো প্রাঙ্গণ। শুধু দৌড় নয়, এই আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ গান, উল্লাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছিল চারপাশ। চলুন ছবিতে দেখে নেওয়া যাক প্রাণবন্ত এই আয়োজনের কিছু বিশেষ মুহূর্ত। ছবি: মাহবুব আলম