দৌড়ের উল্লাসে মাতলো শহর
শহরের রাজপথ জুড়ে ছিল প্রাণের স্পন্দন, পায়ের ছন্দ আর দৌড়ের উত্তেজনা। আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথনে অংশ নিয়েছেন নানা বয়সের হাজারো দৌড়বিদ। ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই রঙিন টি-শার্টে সেজে উঠেছিল পুরো প্রাঙ্গণ। শুধু দৌড় নয়, এই আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ গান, উল্লাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছিল চারপাশ। চলুন ছবিতে দেখে নেওয়া যাক প্রাণবন্ত এই আয়োজনের কিছু বিশেষ মুহূর্ত। ছবি: মাহবুব আলম
-
বিশ্বব্যাপী আয়োজিত এই ক্রীড়াযজ্ঞের বাংলাদেশ পর্বটি আয়োজন করে গেম প্লে লিমিটেড ও রাশিয়ান হিরো লীগ।
-
পুরো আয়োজনেই ছিল উৎসবের আমেজ। রঙিন পোশাকে অংশগ্রহণকারীরা, দর্শকদের উল্লাস, আয়োজকদের তৎপরতা সব মিলিয়ে রাজধানীর আজকের সকাল ছিল বিশেষ।
-
এই আন্তর্জাতিক ম্যারাথনে ছিল চারটি রেস। যথা- ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন), ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১ কিলোমিটার (ফান রেস)। প্রতিটি রেসের ছিল আলাদা শুরুর পয়েন্ট ও সময়সীমা।
-
২১.১ কিমি রেসটি শুরু হয় রামপুরা ব্রিজ থেকে, ১০ কিমি রেস শুরু হয় এফডিসি পয়েন্ট থেকে, আর ৫ কিমি ও ১ কিমি রেসের সূচনা ও শেষ হয় হাতিরঝিল এম্ফিথিয়েটার থেকে। সব রেসের গন্তব্য ছিল এই একই জায়গায়, যেখানে দৌড়বিদদের অভ্যর্থনা জানানো হয় করতালিতে।
-
এর আগে ২০ মে ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত হয় ‘ওয়ান রান’ ম্যারাথনের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
-
২৫টি দেশের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় ২ লাখ দৌড়বিদ।
-
বাংলাদেশের জন্য এটি ছিল এক বিশেষ আয়োজন, কারণ এ বছরই প্রথমবারের মতো এ দেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওয়ান রান।
-
প্রতিযোগিতার কেন্দ্রে শুধু গতি নয়, ছিল একাত্মতা, স্বতঃস্ফূর্ততা আর স্বাস্থ্য সচেতনতার বার্তা।
-
দৌড়বিদদের চোখে মুখে ছিল উত্তেজনা, ক্লান্তি, তবুও ছিল বিজয়ের তৃপ্তি।