সচিবালয়ের সামনে জুলাই মঞ্চের অবস্থান
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৭ মে ২০২৫
আপডেট: ০১:৩২ পিএম, ২৭ মে ২০২৫
গণহত্যা ও ফ্যাসিবাদে কায়েমের সহযোগী আমলাদের অপসারণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই মঞ্চ। ছবি: মাহবুব আলম
-
নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে তারা অবস্থান করছেন।
-
অন্যদিকে আলোচনার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন জুলাই মঞ্চের চার প্রতিনিধি।
-
দুপুর ১২টা ১০ মিনিটের দিকে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলামসহ চারজন ভেতরে প্রবেশ করেন।
-
প্রবেশের আগে আরিফুল ইসলাম তালুকদার জানান, তাদের চার সদস্যের প্রতিনিধিকে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে।
-
এর আগে ২৬ মে রাত থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে।
-
সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন জানান জুলাই মঞ্চের নেতারা।