আজকের আলোচিত ছবি: ২৭ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কসের পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার ‘আইপিএএস ৪.০’ এর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কসের পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার ‘আইপিএএস ৪.০’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি
-
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় গ্রিন রোডে পানি ভবনে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: পিআইডি
-
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় গ্রিন রোডে পানি ভবনে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের নেতৃত্বে প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সাখাওয়াত হোসেন
-
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা। ছবি: মাহবুব আলম
-
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে। ছবি: মাহবুব আলম
-
আলোচনার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন জুলাই মঞ্চের চার প্রতিনিধি। ছবি: নাজমুল হোসেন বাপ্পি
-
সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হয়েছে। সকাল থেকেই পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের সচিবালয়ের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
-
অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি শুরু করেছে। ছবি: সংগৃহীত
-
কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ছবি: মো. সজল আলী
-
গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি দিতে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন বাজারে মিলছে সুস্বাদু তালের শাঁস। দামে সস্তা হওয়ায় বিক্রি হচ্ছে ব্যাপক হারে। ছবি: মিলন রহমান