বৃষ্টির ফোঁটায় আটকে পড়া সকাল, স্কুল-অফিসগামীদের গল্প
ভোর হতে না হতেই ঢাকার আকাশ ঢেকে যায় কালো মেঘে। মুহূর্তেই নামে মুষলধারে বৃষ্টি। ঘুমচোখে যারা প্রস্তুত হচ্ছিলেন কর্মব্যস্ত দিনে বের হওয়ার জন্য, তাদের সকালটা হয়ে পড়ে বেশ জটিল। কারোর হাতে ছাতা, কারোর গায়ে রেইনকোর্ট; তবুও ভিজে যাচ্ছে কাপড়, ভিজে যাচ্ছে ব্যাগ, মুছে যাচ্ছে দিনের শুরুতে ঠিক করে রাখা পরিকল্পনার রেখা। ছবি: মাহবুব আলম
-
বাসস্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা অপেক্ষা করছেন কোনো এক খালি যানবাহনের জন্য।
-
স্কুলের ইউনিফর্ম পরে ছুটে চলা শিশুরা কখনো ছাতার নিচে, কখনো অভিভাবকের আঁচলে আশ্রয় নিচ্ছে।
-
এমন এক ভেজা সকালে ঢাকার চিরচেনা গতি যেন ধীর হয়ে আসে, বৃষ্টির ফোঁটায় আটকে যায় স্বাভাবিক জীবন।
-
কারোর হাতে ছাতা, আবার কেউ পরেছেন রেইনকোর্ট।
-
ফুটপাতে ভিজে যাচ্ছে দোকানের পসরা, পথচারীদের মুখে কষ্টের রেখা, তবুও যেন অভ্যস্ততায় আটকে থাকা এই শহরের মানুষ থেমে নেই।
-
বৃষ্টির কারণে আজ অফিসপাড়া ছিল কিছুটা নিস্তেজ। অনেকেই নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি। বাস বা রিকশা না পেয়ে অনেককে হাঁটতে হয়েছে অনেক পথ।
-
বৃষ্টির পানি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা তার।