প্লাবিত নোয়াখালীর নিম্নাঞ্চল
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত নোয়াখালীর বিভিন্ন নিচু এলাকা। নদী ও খাল-বিলের পানি বেড়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে জনজীবন হয়ে উঠেছে চরম দুর্বিষহ। ছবি: ইকবাল হোসেন মজনু
-
বিশেষ করে সদর উপজেলার চৌমুহনী, বেগমগঞ্জ, সূবর্ণচর, সেনবাগ, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকাগুলো পানির নিচে চলে গেছে। হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ঘরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। অনেক জায়গায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে।
-
পানি ঢুকে পড়েছে বহু ঘরবাড়িতে। চাল-ডাল, আসবাবপত্র, কাপড়চোপড় সবই ভিজে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
-
জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে অনেক এলাকার যানচলাচল। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে ক্রেতা নেই, দোকানিরাও বিপাকে।
-
শুধু জনপদই নয়, পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি।