আজকের আলোচিত ছবি: ৩১ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গরুর যে বুদ্ধি আছে, সেটাও অনেক মানুষের নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: জাগো নিউজ
-
ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘ম্যানিফেস্টো টক: ইউথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় গুলশানে নেপাল দূতাবাসে ৭২তম আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় গুলশানে নেপাল দূতাবাসে ৭২তম আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিলকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ফটোশেসনে অংশ নেন ঢাকায় গুলশানে নেপাল দূতাবাসে ৭২তম আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। ছবি: পিআইডি
-
ঈদুল আজহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন স্টেশনে তাই ভিড় বেড়েছে। তবে ভোগান্তি আগের চেয়ে অনেকটাই কমেছে। নির্বিঘ্নে ঈদযাত্রা শুরু করতে পারছেন ট্রেনের যাত্রীরা। ছবি: নাহিদ সাব্বির
-
ফরিদপুরের সবচেয়ে বড় পশুর হাট ‘টেপাখোলা হাট’ বেশ জমে উঠেছে। ঈদ সামনে রেখে বড় এ হাটটি এখন জমজমাট। হাটে ব্যাপকহারে গরু এলেও ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। বড় গরুর চাহিদা নেই, ক্রেতা কম, দাম কম। সবমিলিয়ে এবার গরুর হাটে পশু বেচাকেনা নিয়ে হতাশা বিরাজ করছে ব্যবসায়ী ও খামারিদের মাঝে। ছবি: এন কে বি নয়ন
-
বৈরী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুদিন পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। ছবি: শাওন খান
-
ঈদুল আজহার দিন কোরবানির পশুর মাংস কাটতে খাটিয়ার (গাছের গুঁড়ি) গুরুত্ব অপরিহার্য। তাই কোরবানি উপলক্ষে বরিশালে তেঁতুলের খাটিয়ার কদর সবচেয়ে বেশি থাকে। ছবি: শাওন খান
-
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩১ জন আহত হয়েছেন। ছবি: আল মামুন সাগর