ঢাকার ব্যস্ততা ছেড়ে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ
ঢাকা হাজারো মানুষের স্বপ্ন ও সংগ্রামের শহর। কিন্তু ঈদ, পহেলা বৈশাখ কিংবা বিশেষ কোনো উৎসবের সময় ঢাকা ছেড়ে বাড়ি ফেরার দৃশ্য যেন বারবার সবার মনে এক অদ্ভুত আবেগের ঢেউ তোলে। এবারও সেই ছুটির শুরু। ছবি: মাহবুব আলম
-
সকালবেলা কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় চোখে পড়ে চোখে। তারা কেউ একা, কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা বন্ধু-বান্ধবের সঙ্গে হাসিখুশি মুখ নিয়ে গন্তব্যের পথে রওনা হয়েছেন।
-
বন্ধু-বান্ধবের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে হাজার হাজার মানুষ যেন ঢাকা থেকে মুক্তি চায়।
-
জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততা থেকে দূরে, সেই ছোট্ট গাঁও কিংবা শহরের টানে মন যেন আকৃষ্ট হয়। প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ আর আত্মীয়ের সান্নিধ্য-এসব অনুভূতির টানে বাড়ি ফেরার ইচ্ছা জাগে মানুষের মনে।
-
স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষের মুখগুলোতে ফুটে ওঠে আগ্রহ ও প্রত্যাশা।
-
কমলাপুর স্টেশন থেকে রওনা হওয়া প্রত্যেক যাত্রীর মনে থাকে নানা গল্প, নানা আশা। তারা জানে, বাড়ি ফেরার এই পথ চলা শুধুই শারীরিক যাত্রা নয়, এটি আত্মার পুনরুজ্জীবনের সময়। বন্ধু-আত্মীয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো জীবনকে নতুন রঙে রাঙিয়ে দেয়।
-
কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে বিরল এক উচ্ছ্বাস, ব্যস্ততা আর আনন্দের মিশ্রণ।
-
কেউ কেউ গল্প করছে, বাচ্চারা প্ল্যাটফর্মে দৌড়ঝাঁপ করছে, আর কেউ কেউ ব্যাগ হাতে ট্রেনের অপেক্ষায় রয়েছে।
-
ঢাকা ছেড়ে বাড়ি ফেরার এই চিত্র যেন আমাদের জীবন ও আবেগের এক নিদর্শন। যেখানে শহরের ব্যস্ততা মুছে গিয়ে, বন্ধুত্ব, প্রিয়জন আর আত্মীয়ের মায়ায় প্রাণ ভরে ওঠে। কমলাপুর স্টেশন থেকে শুরু হয় সেই যাত্রা, যেখানে প্রতিটি মানুষের পায়ে চলে মায়াবী স্মৃতির ছোঁয়া।