কাঁধে ব্যাগে, ক্লান্ত শরীর আর চোখে বাড়ি যাওয়ার স্বপ্ন
ঈদের আগে আজ ঢাকার শেষ কর্মদিবস। রাস্তা জ্যামে ঠাসা, তবু তাড়াহুড়ো থেমে নেই। সকাল থেকেই অফিসপাড়া, গার্মেন্টস এলাকা কিংবা মোহাম্মদপুর, মিরপুরের অলিগলিতে একটা চাপা উত্তেজনা ছুটি শুরু, বাড়ি ফেরার সময় এসেছে। ছবি: মাহবুব আলম
-
বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট সব জায়গায় উপচে পড়া ভিড়।
-
কারোর কোলে বাচ্চা, কেউ আবার গার্ডারে বসে ঘামে ভিজে ঠায় দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য কোনো মেলা নয়, কোনো যুদ্ধও নয়। এটি ছুটির নামক একটি মানসিক শান্তির খোঁজে সাধারণ মানুষদের বাড়ি ফেরার যুদ্ধ।
-
ঢাকার কর্মজীবী মানুষগুলোর জীবনে এই ছুটি কেবল বিশ্রাম নয়, এটি তাদের শিকড়ে ফিরে যাওয়া।
-
অনেকে জানেন ভিড়ে পা রাখার জায়গা থাকবে না, বাস পেতে অপেক্ষার প্রহর গুনতে হতে পারে। তবু ফেরেন। কেননা তীব্র ক্লান্তির মধ্যেও একটি শান্তি আছে নিজেদের মানুষদের সঙ্গে ঈদের সকাল ভাগ করে নেওয়া।
-
এই ছুটির পেছনে আছে মায়ের অপেক্ষা, বাবার দরজার পাশে দাঁড়িয়ে থাকা, ভাইয়ের সঙ্গে ঈদের নামাজের জামাত, বোনের রান্নাঘরের হাসি।
-
একদিন না একদিন আবার ফিরতে হবে ঢাকায়; ধুলো, ধোঁয়া আর দৈনন্দিন ক্লান্তির শহরে। কিন্তু তার আগে এই কয়েকটা দিন শুধু আপনজনদের সঙ্গে কাটানো, নিঃশ্বাসে ফেলা আত্মিক প্রশান্তি।
-
ঢাকাবাসী কর্মজীবী মানুষের এই যে বাড়ি ফেরার ছুটে চলা, তা আসলে পরিবার নামক শব্দটার প্রতি মানুষের অন্তরের শ্রদ্ধা, টান আর দায়িত্ববোধের উজ্জ্বল দলিল।
-
ঈদ মানে আনন্দ। কিন্তু ঢাকার রাস্তায় ছুটতে থাকা ব্যাগধরা মানুষগুলো যেন জানিয়ে দেন এই আনন্দ ছুটে আসে, সংগ্রাম পেরিয়ে, ঘামে ভিজে।