মহাসড়কে গাড়ির স্রোত, যানজটে বন্দি ঈদের আনন্দ
ঈদের ছুটিতে প্রিয়জনের কাছে ফেরার ব্যাকুলতা চোখে-মুখে স্পষ্ট। কিন্তু সেই আনন্দময় যাত্রাপথেই বাঁধ সেধেছে মহাসড়কের তীব্র যানজট। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়ির দীর্ঘ স্রোত যেন ঈদের আনন্দকেই আটকে রেখেছে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
ভোর থেকেই আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত ২২ কিলোমিটারজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।
-
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ক্লান্ত যাত্রীরা, তবু বাড়ির পথে মন ছুটেই চলেছে। ঈদের আগাম উচ্ছ্বাস ম্লান হয়ে যাচ্ছে এই যান্ত্রিক থেমে থাকার ভেতরেই।
-
মহাসড়কের টাঙ্গাইল অংশের আশেরপুর বাইপাস থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত এই দীর্ঘ যানজটের বিস্তার ঘটেছে। যানজটের কারণে যমুনা সেতু দিয়ে সকাল থেকে শুধু উত্তরবঙ্গমুখী যানবাহন পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
-
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, অতিরিক্ত গাড়ির চাপেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
-
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সকাল থেকে অতিরিক্ত গাড়ির চাপ দেখা যায়। ফলে শুধু উত্তরবঙ্গগামী যানবাহনকেই অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে, যাতে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।
-
এদিকে যানজটের কারণে গাড়ির গতি কমে গেছে অনেকটাই। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থেকেও এগোতে পারছেন না, বাড়ি ফেরার আনন্দে যোগ হয়েছে বাড়তি কষ্ট।