ছুটির শহরে ছুটে চলা মানুষ
ঢাকার কমলাপুর রেলস্টেশন। শহরের কোলাহল, ট্রেনের হুইসেল, আর মানুষের চঞ্চল পদচারণা সব মিলিয়ে যেন এক বিশেষ ছন্দে নাচছে এই প্ল্যাটফর্ম। আজও সেই পরিচিত দৃশ্য তবে ভিন্ন এক আবহে। কারণ, আজকের ভিড়টা শুধু কর্মস্থল থেকে ফেরার নয়, এ এক প্রিয় মুখগুলোর টানে ঘরে ফেরার উৎসব। ছবি: মাহবুব আলম
-
ছোট ছোট শিশুদের হাতে হাত রেখে চলেছেন মা-বাবা। কাঁধে ভারী ব্যাগ, হাতে রঙিন প্যাকেট। এই যাত্রা শুধুই সময়ের নয়, এ এক আবেগের; যা মানুষকে নিয়ে যায় প্রিয় গ্রাম, চেনা উঠোন আর অপেক্ষমাণ মা-বাবার কাছে।
-
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক তরুণ বলছিলেন, ‘টিকেট পাওয়াই একটা যুদ্ধ। কিন্তু ট্রেন ধরতে পারলেই মনে হয় যুদ্ধটা জিতে গেছি। এখন শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা।’
-
কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে আজ দেখা গেল হাজারো রকম গল্প, চোখে আশার আলো, কানে ট্রেনের বাঁশি, আর হৃদয়ে প্রিয় মানুষের মুখ।
-
শহরের ব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি নিয়ে মানুষ ছুটছে শিকড়ে ফেরার টানে।
-
এই যাত্রা শুধু বাড়ি ফেরার নয়, এই যাত্রা হৃদয়ের। প্রতিটি ব্যাগে শুধু জামাকাপড় নয়, আছে ভালোবাসা, অপেক্ষা আর ফিরে যাওয়ার একান্ত ইচ্ছা।
-
ট্রেনে উঠার জন্য তাদের এই ছুটে চলা।
-
যাত্রীদের ভিড়ে ফুটেছে কুলিদের মুখের হাসি। কারণ অন্য সময়ের তুলনায় তারা কাজ ও পারিশ্রমিক বেশি পাচ্ছেন।
-
মায়ের আগে আগে ছুটছে ছোট্ট শিশুটি। চোখে-মুখে বাড়ি ফেরার উচ্ছ্বাস।
-
কমলাপুর আজ শুধু একটি স্টেশন নয়, এ যেন আবেগের এক মিলনমেলা, যেখানে শুরু হয় ঘরে ফেরার পথচলা।