টিকিট ব্যবস্থা ও যাত্রী সেবায় নজর, কমলাপুর ঘুরলেন রেল উপদেষ্টা
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৫ জুন ২০২৫
আপডেট: ০২:২০ পিএম, ০৫ জুন ২০২৫
ঈদে যাত্রীসেবার মান পর্যবেক্ষণে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: মাহবুব আলম
-
হঠাৎ এই পরিদর্শনে স্টেশনের টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয়, প্ল্যাটফর্ম ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি।
-
যাত্রীদের ভোগান্তি লাঘব ও রেলসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন উপদেষ্টা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার যে আন্তরিক, তার প্রমাণ এই সরেজমিন তদারকি।
-
এসময় দূরপাল্লার উদ্দেশ্যে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। টিকিট কালোবাজারির বিষয়ে খোঁজ খবর নেন উপদেষ্টা।
-
এছাড়াও যাত্রীরা যাতে কোন ধরনের ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি।
-
এর আগে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।