বৃষ্টির ছন্দে হারালো গতি, ঘরমুখো মানুষের মুখে বিষাদের ছায়া
ঈদ মানেই বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। তবে আজকে ঈদযাত্রার শুরুটা যেন স্বস্তির বদলে উদ্বেগ আর ধৈর্যের পরীক্ষায় ভরপুর। রাজধানী ছাড়ার পথে ঘরমুখো মানুষের সেই চিরচেনা ব্যস্ততা এবার থমকে গেছে বৃষ্টির ছন্দে। ছবি: ফজলুল হক মৃধা
-
সায়েদাবাদ, গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর দীর্ঘ যানজট মিলে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে।
-
ছাতা মাথায় মালপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে-মুখে ক্লান্তি আর হতাশার ছাপ স্পষ্ট।
-
কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে পাড়ি জমাচ্ছেন দূরপাল্লার পথে, কেউবা কাজ শেষে ফিরছেন গ্রামের বাড়ি; কিন্তু সবার পথেই এখন বাধার নাম বৃষ্টি আর জ্যাম। আনন্দের যাত্রা তাই বিষাদের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে এক পশলা বর্ষণে।
-
বৃষ্টি আর যানজটের মধ্যে যাত্রী ওঠানো যেন রীতিমতো যুদ্ধ। বিশেষ করে পরিবার নিয়ে বের হওয়া যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। কেউ বৃষ্টিতে ভিজে গা গুঁজে দাঁড়িয়ে, কেউ আবার হাতের মালামাল বাঁচাতে ব্যস্ত।
-
ঈদের আনন্দের শুরুটা তাই অনেকের জন্যেই হয়েছে ভেজা জামাকাপড় আর নাকাল যাত্রার গল্প দিয়ে।