এক আঁটি ঘাস ৫০ টাকা, কোরবানির প্রস্তুতিতে নতুন হিসাব
কোরবানির ঈদ মানেই ধর্মীয় অনুশাসনের পাশাপাশি অনেক প্রস্তুতির সমষ্টি। পশু কেনা, তার যত্ন, খাবার, গোসল সব কিছুতেই থাকে যত্নের ছোঁয়া। তবে এবার ঢাকায় কোরবানির পশুর খাবার জোগাড়ে হিসাব মিলছে না অনেকেরই। কারণ, রাজধানীতে এক আঁটি ঘাস বিক্রি হচ্ছে ৫০ টাকায়! গরুর জন্য খাবার কিনতেই আলাদা করে খরচের চাপ নিতে হচ্ছে নগরবাসীকে। ফলে কোরবানির আগেই বাড়ছে অর্থনৈতিক হিসাবের খাতা, নতুন করে ভাবতে হচ্ছে আয়-ব্যয়ের সমীকরণ। ছবি: সাইদ শিপন
-
কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো কোরবানির পশু। তাই ঢাকায় অনেকে এরই মধ্যে গরু, ছাগল বা দুম্বা কিনে রেখেছেন।
-
তবে পশু কেনার পর নতুন করে এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন নগরবাসী তা হলো পশুর খাবার জোগান।
-
ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কোরবানির পশুর জন্য ঘাস, খুড়, ছোলা, ভুসি, খৈল, চিটা ভাত বা খড় কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এর মধ্যে সবচেয়ে বেশি চমক দিচ্ছে ঘাসের দাম।
-
রাজধানীর বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও জিঞ্জিরা ঘাট সংলগ্ন এলাকায় ঘুরে দেখা গেছে এক আঁটি সবুজ ঘাস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।