এক আঁটি ঘাস ৫০ টাকা, কোরবানির প্রস্তুতিতে নতুন হিসাব

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৫ জুন ২০২৫ আপডেট: ০৩:৩৪ পিএম, ০৫ জুন ২০২৫

কোরবানির ঈদ মানেই ধর্মীয় অনুশাসনের পাশাপাশি অনেক প্রস্তুতির সমষ্টি। পশু কেনা, তার যত্ন, খাবার, গোসল সব কিছুতেই থাকে যত্নের ছোঁয়া। তবে এবার ঢাকায় কোরবানির পশুর খাবার জোগাড়ে হিসাব মিলছে না অনেকেরই। কারণ, রাজধানীতে এক আঁটি ঘাস বিক্রি হচ্ছে ৫০ টাকায়! গরুর জন্য খাবার কিনতেই আলাদা করে খরচের চাপ নিতে হচ্ছে নগরবাসীকে। ফলে কোরবানির আগেই বাড়ছে অর্থনৈতিক হিসাবের খাতা, নতুন করে ভাবতে হচ্ছে আয়-ব্যয়ের সমীকরণ। ছবি: সাইদ শিপন