যানজটে আটকে আছে ঈদের গল্প, রাস্তাই যেন সময়চিত্র
ঈদ মানেই আনন্দ, পরিবার, প্রিয়জনের সান্নিধ্য। কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছাতে গিয়ে যেন যেন এক যন্ত্রণাময় যাত্রার নাম হয়ে উঠেছে ‘মহাসড়ক’। কেউ ট্রাকে, কেউবা পিকআপের পেছনে; মাথার উপর বৃষ্টি, সামনে শুধুই গন্তব্যের টান। ঈদের গল্প যেখানে শুরু হওয়ার কথা ছিল বাড়ির উঠোনে, তা যেন আটকে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো শুধু যানবাহন নয়; প্রতিটিই যেন এক একটি গল্প, অপেক্ষা, কষ্ট আর ভালোবাসার বহমান সময়চিত্র।
-
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের স্রোতে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। টানা ১২ ঘণ্টার চেষ্টাতেও স্বাভাবিক হয়নি যান চলাচল।
-
বিকেল ৪টা পর্যন্ত যমুনা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে থেমে থেমে চলছে যানজট, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
-
দুপুরের দিকে টাঙ্গাইল অংশে ভারী বৃষ্টিপাত শুরু হলেও ঘরমুখো মানুষের ঢল থামেনি। বৃষ্টির তোয়াক্কা না করেই খোলা ট্রাক, পিকআপ ভ্যান, বাসের ছাদ কিংবা পণ্যবাহী যানবাহনে করেই বহু মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রওনা হয়েছেন।
-
যানজটে আটকে থাকা মানুষজনের চোখে-মুখে ক্লান্তি স্পষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রত্যাশা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।