সকাল হতেই রাস্তায় ঢাকাছাড়া মানুষের ভিড়
আগামীকাল ঈদ, তাই স্বজনদের সঙ্গে উৎসব ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ভোর থেকেই ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও মহাসড়কে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ঢল। ছবি: জান্নাত শ্রাবণী
-
কেউ কাঁধে ব্যাগ, কেউ বুকে বাচ্চা চেপে লোকাল বাস বা রিকশায় ছুটছেন নির্দিষ্ট গন্তব্যের দিকে।
-
দীর্ঘ অপেক্ষা, টিকিট সংকট, যানজটের শঙ্কা-সবকিছু পেছনে ফেলে মানুষ ফিরছে আপন ঠিকানায়, যেখানে অপেক্ষা করছে প্রিয় মুখ, কোরবানির আয়োজন আর ঈদের আনন্দ।
-
ঢাকার বাতাসে মিশে আছে ঈদের গন্ধ, আর মানুষের চোখে-মুখে ফেরার আনন্দ।
-
তবে সেই আনন্দের আগে ভোগান্তিতে পোহাচ্ছেন নগরবাসী। পাচ্ছেন না দূরপাল্লার বাস, তাই ভরসা করছেন শহরের অভ্যন্তরীণ লোকাল বাসে।
-
উত্তরা থেকে গাজীপুর, সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জ বা যাত্রাবাড়ী, লোকাল বাসে গন্তব্যের কাছাকাছি পৌঁছে সেখান থেকে বিকল্প উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন অনেকে।
-
টানা দাঁড়িয়ে থাকা, গাদাগাদি ভিড়, বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সব কষ্টের মাঝেও মানুষ হাসছেন। কারণ, গন্তব্যে অপেক্ষা করছে পরিবার, চেনা উঠান, কোরবানির আয়োজন আর শৈশবের স্মৃতি।
-
অন্যদিকে ঢাকা ধীরে ধীরে ফাঁকা হচ্ছে। দোকানপাট বন্ধ, রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যাও কম। অফিসপাড়া প্রায় নিস্তব্ধ।