ভোর থেকেই অপেক্ষা, গন্তব্য এখনো বহু দূর
পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। আর সে উপলক্ষে ঈদের ঠিক আগের দিন (৬ জুন) সকাল থেকে গাজীপুরের দুই ব্যস্ত মহাসড়কে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি: আমিনুল ইসলাম
-
যাত্রী থাকলেও, গণপরিবহনের সংকট বেশ প্রকট। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ঘরমুখী মানুষদের।
-
বিশেষ করে বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে গাড়ির সারি। একই চিত্র মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্তও। সড়কে যান চলাচল কখনো থেমে, কখনো ধীরগতিতে চলছে।
-
ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ভিড় জমেছে যাত্রীদের। অনেকে অপেক্ষার ক্লান্তি ভুলে পিকআপ বা ট্রাকে চেপে যাত্রা শুরু করেছেন গন্তব্যের দিকে।
-
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল থেকে যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। এতে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেই ধারণা করছি।
-
এমন যানজট, দীর্ঘ প্রতীক্ষা আর গণপরিবহনের সংকটের মাঝেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষ ছুটছে, যেভাবেই হোক গ্রামে পৌঁছাতে চাইছেন সবাই।