যানজটে আটকে আছে ঈদ আনন্দ, মহাসড়কে দীর্ঘশ্বাস

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৬ জুন ২০২৫ আপডেট: ০৯:৪৮ এএম, ০৬ জুন ২০২৫

প্রিয়জনের মুখ দেখার আকুলতায় হাজারো মানুষ ছুটছে গ্রামের পথে। কারো মনে মায়ের রান্না করা পায়েসের স্বাদ, কারোর চোখে বাবার সঙ্গে নামাজ পড়ার ছবি। কিন্তু সেই আনন্দভরা যাত্রায় ছন্দপতন ঘটিয়েছে যানজটের থমকে থাকা বাস্তবতা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যেন এক বিষণ্ণ দৃশ্যপট; ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকা গাড়ি, ক্লান্ত শিশু, বিরক্ত যাত্রী আর বাসের ছাদে ঝুঁকি নিয়ে এগিয়ে চলা তরুণ। ঈদের উচ্ছ্বাস যেখানে থাকার কথা ছিল, সেখানে এখন কেবল দীর্ঘশ্বাস আর হতাশার দীর্ঘ সারি। ছবি: আব্দুল্লাহ আল নোমান