এক বাস, এক গন্তব্য-তবু ভাড়া তিন রকম!

প্রকাশিত: ১০:২১ এএম, ০৬ জুন ২০২৫ আপডেট: ১০:২১ এএম, ০৬ জুন ২০২৫

ঈদ মানেই ঘরে ফেরার তাড়া, আর সেই সুযোগেই বাড়তি মুনাফার ফাঁদ পাতে পরিবহন কোম্পানিগুলো। একই বাসে, একই গন্তব্যে রওনা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে তিন রকম ভাড়া কখনো ৭০০, কখনো ৯০০, আবার কখনো হাজার টাকা! দাঁড়িয়ে গেলে কম, বসলে বেশি, আর দরদাম করলেই ভাড়া বাড়ছে। ভাড়া নির্ধারণে নেই কোনো নিয়ম বা নিয়ন্ত্রণ, সবকিছুই যেন চলছে খেয়ালখুশিমতো। ছবি: ফজলুল হক মৃধা