আজকের আলোচিত ছবি: ১০ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। ছবি: পিআইডি
-
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মেটেংঘর ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা ৭টায়; কিন্তু ম্যাচ শুরুর ৫ থেকে ৬ ঘণ্টা আগেই ঢাকা জাতীয় স্টেডিয়ামমুখি জনতার ঢল নামে। স্টেডিয়ামের চারপাশে প্রবেশপথগুলোতে ভিড় জমাতে শুরু করে। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীসহ সারাদেশেই বইছে তীব্র তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। এ ক্ষেত্রে ব্যতিক্রম ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। শীতাতপ নিয়ন্ত্রিত এ বাহনে যাত্রী চলাচল অনেকটাই স্বাভাবিক। স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছেন যারা; তারা উপভোগ করছেন। ছবি: জাগো নিউজ
-
পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তিনি সুইডেনের উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন। ইসরায়েলের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ছবি: এএফপি (ফাইল)