আজও উত্তাল সচিবালয়
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠেছে সচিবালয় চত্বর। আজও রাস্তায় নেমে কর্মচারীরা জানিয়েছেন তাদের স্পষ্ট বার্তা যে, এই আইন মানা হবে না। ছবি: মাসুদ রানা
-
বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
-
এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রীপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন।
-
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।
-
বিক্ষোভে কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’ স্লোগান দেন।
-
ঈদের ছুটির পর ১৬ জুন ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা।