আজকের আলোচিত ছবি: ১৯ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির ভার্চুয়াল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় মহিলা সংস্থার সম্মেলনকক্ষে তথ্য আপা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
রাজধানীর গুলশানে কমিশনের সার্বিক কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রেস ব্রিফিং করেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি হাসপাতালের পরিকাঠামো ও জনবল সংকটে সৃষ্টি হয়েছে দুর্বিষহ অবস্থা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে দুই মাসে বরগুনার ২০ রোগী মারা গেছেন। ছবি: নুরুল আহাদ অনিক
-
টানা চারদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। ছবি: এম মাঈন উদ্দিন