বৃষ্টিতে কাঁপে শরীর, কিন্তু দায়িত্বে অটল তারা

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২০ জুন ২০২৫ আপডেট: ০৩:১৮ পিএম, ২০ জুন ২০২৫

একটানা ঝিরঝিরে বৃষ্টি। আকাশ মেঘে ঢেকে আছে সারাদিন। এমন দিনে আমরা চায়ের কাপে চুমুক দিই, মোড়ানো কম্বলের উষ্ণতায় খুঁজি আরাম। কিন্তু শহরের এক প্রান্তে তখন একজন রিকশাওয়ালা মাথায় গামছা বেঁধে যাত্রী তুলছেন। অন্য পাশে এক তরুণ ডেলিভারি ম্যান বৃষ্টিতে ভিজে পৌঁছে দিচ্ছেন আমাদের অর্ডার করা খাবার। কাঁপছে শরীর, জুতা ভিজে গেছে, তবু নেই বিরতি। কারণ তাদের কাছে বৃষ্টি মানেই শুধু জল নয়, জীবনের লড়াইয়ের আরও একদিন। দায়িত্বের জায়গা থেকে তারা থেমে যান না, কারণ সেই দায়িত্বই তাদের রুটি-রুজির পথ, প্রিয়জনের মুখে হাসির কারণ। লেখা: জান্নাত শ্রাবণী, ছবি: মাহবুব আলম