আজকের আলোচিত ছবি: ২০ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে দেশের অবকাঠামো আধুনিকায়ন, আর্থিক ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে চারটি ঋণ সহযোগিতা চুক্তি সই হয়েছে। ছবি: পিআইডি
-
ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।
-
সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ছবি: নাহিদ সাব্বির
-
নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর জঞ্জালদের পরিষ্কার করতে হবে। তা না করা হলে বঙ্গভবন-ইউনিয়ন পরিষদ, গণভবন-সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সরকারের উদ্দেশে এই বার্তা দিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
-
টানা বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে ফেনীর ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ে ভেঙে খালে পড়ে গেছে বেইলি ব্রিজ। এতে করে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: মো. তরিকুল ইসলাম