আজকের আলোচিত ছবি: ২১ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর মিরপুরে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে শো-রুম স্থাপনের জন্য সাইট পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় আদাবর এলাকার রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্নকরণ কার্যক্রম পরিদর্শন করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ফিস মিউজিয়াম পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুক্তা গবেষণাগার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে ঢাকায় তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ‘বিশ্ব শিশুশ্রম ও প্রতিরোধ দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যরা ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে। ছবি: জাগো নিউজ
-
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। ছবি: হাসান আদিব
-
জুলাই-আগস্ট গণঅভূত্থানের যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
-
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য।
-
বরিশালের মুলাদিতে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক সেতু। এতে ভোগান্তিতে রয়েছে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। ছবি: শাওন খান