আজকের আলোচিত ছবি: ২২ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাজেট আলোচনা ও উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। ছবি: মফিজুল সাদিক
-
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলন ও বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। অধ্যাদেশটি বাতিল না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। ছবি: সাইদ শিপন
-
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ৪ দফা দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসীরা এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার। ছবি: রায়হান আহমেদ
-
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে রাজস্ব ঘাটতি চলতেই থাকবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ছবি: জাগো নিউজ
-
স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: কামরুজ্জামান মিন্টু
-
চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ডাম্পট্রাকের ধাক্কায় এর চালক ও সহকারী নিহত হয়েছেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ছবি: আনোয়ার আল শামীম