জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি, সতর্ক পুলিশ
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের পাশে নিরবভাবে অবস্থান করছেন এসব সাবেক সদস্য। ছবি: নাহিদ হাসান
-
অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
-
শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখী সড়কে মোতায়েন করা হয়েছে একটি জলকামান ও দুটি এপিসি (সাঁজোয়া যান)।
-
সোমবারও এক ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনের স্থান সরিয়ে নেন জাতীয় জাদুঘরের সামনে। তখন থেকেই সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন তারা।
-
চাকরিচ্যুত এসব বিডিআর সদস্যদের প্রধান দাবি-চাকরিতে পুনর্বহাল, ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ।
-
তাদের এ আন্দোলনে এখনো কোনো সহিংসতা দেখা না গেলেও ঘটনাস্থলে পুলিশের সতর্ক উপস্থিতি স্পষ্ট করে দেয়, প্রশাসন পরিস্থিতি গুরুত্বসহকারে নজরে রেখেছে।