আজকের আলোচিত ছবি: ২৪ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কার্যালয়ে এনইসি সম্মেলনকক্ষে চলতি অর্থবছরের ১২তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘ন্যাশনাল আরলি ওয়ার্নিংস ফর অল রোডম্যাপ ভেলিডেশন অ্যান্ড শেয়ারিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি
-
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে হয়রানি নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: জাগো নিউজ
-
চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করাসহ ৩ দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এদিকে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। ছবি: নাহিদ সাব্বির
-
বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। ছবি: নুরুল আহাদ অনিক
-
চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: হুসাইন মালিক
-
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে সরব থাকবো। আমরা জানান দেবো ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। ছবি: কাজল কায়েস
-
ফরিদপুরের সালথায় বিএনপির সম্মেলনে কারারুদ্ধ উপজেলা আওয়ামী লীগ নেতার পক্ষে মহড়া-স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: এন কে বি নয়ন