আজকের আলোচিত ছবি: ২৬ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। ছবি: সিএ প্রেস উইং
-
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করতে মেটাকে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে সেরা বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে ক্রেস্ট বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপলক্ষ্যে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
ঢাকায় ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
ঢাকায় ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
ঢাকায় পূর্বাচলে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় বনানীর প্রধান সড়কের সড়ক বিভাজক ফুটপাতে ঘাস লাগানো কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেভেলপমেন্ট কো-অপারেশন ও আন্তর্জাতিক সহায়তায় বিভিন্ন ইস্যু’ বিষয়ক প্রশিক্ষণে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ পাবলিক প্রকিউরমেন্ট রুলস বিষয়ক প্রশিক্ষণে মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অঞ্চলটিতে ‘ব্যতিক্রমধর্মী’ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ছবি: শিনহুয়া