আজকের আলোচিত ছবি: ২৮ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
মানিকগঞ্জ পৌরসভার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নির্বাচিত চারটি জেলায় গবাদিপশুর ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
মানিকগঞ্জ পৌরসভার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নির্বাচিত চারটি জেলায় গবাদিপশুর ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
ঢাকায় পিআইবি সেমিনারকক্ষে ‘বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি-প্রকৃতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্সকে (অন্ধ মার্কেট) সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: আরিফুর রহমান
-
বাগেরহাটের মোরেলগঞ্জে বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল নামে এক সবজি ব্যবসায়ীর নিহত হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
টাঙ্গাইলে যৌনপল্লিতে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সকালে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: আব্দুল্লাহ আল নোমান