আজকের আলোচিত ছবি: ২৯ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘প্লাস্টিক থেকে মুক্ত হোন-প্লাস্টিকের বিকল্প বিষয়ক আলোচনা ও ইকোবাজার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
আগামী ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: নাহিদ সাব্বির
-
রাজস্ব ব্যবস্থার যৌক্তিক সংস্কারসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে। ছবি: জাগো নিউজ
-
সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ছবি: নাহিদ সাব্বির
-
সচিবালয়ে ক্যান্টিন পরিচালনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের বিরুদ্ধে অন্যপক্ষ বিক্ষোভ করেছেন। ছবি: সাইদ শিপন
-
ফরিদপুরের পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। ছবি: এন কে বি নয়ন
-
ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তা ও জনপদ। ফেনীর সীমানায় নোয়াখালীর মুছাপুরে স্লুইচগেট (রেগুলেটর) না থাকায় নদীর পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ফলে দিন দিন ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। ছবি: আবু হোসাইন সুমন