আজকের আলোচিত ছবি: ৩০ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন। ছবি: জাগো নিউজ
-
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি। ছবি: জাগো নিউজ
-
খুলনায় ইজিবাইকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ছবি: আরিফুর রহমান
-
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত সময়ে শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া সড়কের কাজ। দীর্ঘ প্রায় তিন বছরেও কাজ শেষ না হওয়ায় সড়ক ব্যবহারকারী কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
সাতক্ষীরা প্রেস ক্লাবে বিবদমান দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: আহসানুর রহমান রাজীব